বাবার শূন্যতা
এম,এ,সালাম
০৯-০২-২১


পিতা আমার নেই জগতে
তারে স্মরণ করি,
ষষ্ঠ শ্রেনীতে পড়ার সময়
সে গেল যে মরি।


বাবা শূন্যে জীবন আমার
মহা দুঃখ কষ্টে চলে,
লেখা পড়া জোর ছিলনা
মায়ের ছায়াতলে।


ভাই যদিও তদারকিতে
  অনেক কেয়ার নিত,
অর্থ ছিল না চলার জন্য
  কোথায় থেকে দিত।


কোন মতে টানা পোড়ানে
   লেখা পড়া করি,
একটু বড় হতে না হতেই
  সংসারের হাল ধরি।


বাবার অভাব মিটিতো না
   যত চেষ্টা চালাই,
সংসারে লেগে থাকিতো
   নানান রোগ বালাই।


সাবলম্বি হতে না হতে ই
    মা গেল যে মরে,
সকল আশা ভেস্তে গেল
    আমার জীবন তরে।