বাবার আদলে
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৪-২০২২
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
বাবার আদর স্নেহের চাদর
ছিলো আমার কাছে ,
বাবা যেথায় আমি সেথায়
ছুটে চলছি পাছে।


লেখা পড়া বাবার আদলে
    শিক্ষা আমার শুরু,
বাবার মায়া  শীতল ছায়া
   বাবাই আমার গুরু।


বাবা শিক্ষক সুনাম যে তাঁর
   সারা জেলায় ছিলো,
সবার জন্য সমান শিক্ষা
   বাবা দিয়ে যে গেল।


সহজ সরল  নেইতো গরল
আমার বাবার মনে,
স্বল্প আয়ে  শান্তির ঠায়ে
কাটতো সুখের সনে।


সোনার সে দিন  সময়ে লীন
বাবা আকাশ তাঁরা,
বাবার স্মৃতি   মধুর গীতি
গড়ায় অশ্রু ধারা।