বাবার আদরে আসমানী
     এন,এ,সালাম
      ২১-১১-২১
===================
আসমানী তুই পানি দেরে মা
  পিপাঁসায় ছাতি ফাটে,
সারা গা'খানি ব্যাথায় ভরপুর
  বিছানায় দিন যে কাটে।
  
আসমানী,মন আমার ভালো না
   মনে হয় আর বাঁচুম না'রে,
কোন দিন যে আমায় রাখতে হবে
   তোর মায়ের কবরের ধারে।


কাছাকাছি থেকে আমায় দেখো
  ওরে পোড়ামুখী আসমানী,
তোর মায়ের পরে এই ভুবনে
  আমি ছাড়া কে আছি জানি।


আজ তুই মাগো ভাত খেয়েছিস
    দেখি শুকনো তোর মুখ,
তোর মুখেতে  হাসি না দেখলে
    আমি কেমনে পাবো সুখ।


তোর মা যদি আজ  বেঁচে থাকতো
   তোকে খাওয়াতো আদর করে,
না খেতে চাইলে খাওয়াতো তোরে
   মা সোনা আদর সোহাগ করে।


আমি যে  কাজ করিতে অক্ষম
রোগে বিছানায় আছি পরে,
কে মিটাবে তোর অন্নের জ্বালা
   ভাবি সদা সর্বদা চিন্তা করে।

কিভাবে পেটের আগুন নেভাবে
   কে আসবে কাছে এগিয়ে,
কে রাখিবে আসমানীর খবর
    মায়ের মত যত্নে আগলিয়ে।


মাইয়া হইয়া জন্ম নেওয়া কি?
   এই জগতের মহাপাপ,
পেটের জ্বালায় সব হারাইলাম
   সৃষ্টা অপরাধ করবে মাপ।