বালিশের নালিশ
এম,এ,সালাম,( সুর ও ছন্দের কবি)
২৭-০৪-২২
➿➿➿➿➿➿
মহাসুখে আল্লাহকে
ভুলে যায় মানুষ,
অনিয়মে লিপ্ত হয়ে
করে কত ফানুস।


বালিশে ঠেকায় মাথা
মগ-ঘুমে সুগভীর,
ঘুম বিহনে শরীর মন
থাকে খুবই অস্তির।


ভালো ঘুম হবে না যে
আমায় ঠেকালে ছাড়া,
মনে চাইলে কাৎ-চিৎ
কান করে যে খাঁড়া!


এই বালিশের নালিশ
অপমান করে নর,
মাথা থুয়ে পা" দু'খান
বেশ বুকে দেয় ভর।


নরের মাথা দামী খুব
জানে সব গুণীজন,
পা রেখে যে অপমান
করছে যে সে বদজন।


তাই মামলা যে বালিশের
মানহানি নালিশের,
কি করবে ভেবে পায় না
ঘাম ঝরে সালিশের।