বানের জলে জীবন চলে
       এম,এ,সালাম
       ২০-০৮-১৯


হায়! উত্তর বঙ্গের কত মানুষ -
     বানের জলে ভাসে,
অনেকে আবার তাই দেখিয়া
     অধিক শোকে হাসে।


ফারাক্কার পানি এমন ভাবে-
    আসিতেছে ওই বাংলায়,
ঘর বাড়ী তলিয়ে যাইতেছে
   এখন রুপ নিচ্ছে বন্যায়।


পানি যে নয় মহা দূর্যোগ -
     উপছে পরা পানি,
এই পানি গিয়ে কোথায় মিলিবে,
     কেহ তাহা নাহি জানি।


এমন ভাবে বাড়ছে পানি-
  মাঠ ঘাট তলিয়ে গেছে,
কি করবে কোথায় যাবে?
  কোথাও আশ্রায় নাহি আছে।


বানের জলে ঘর বাড়ি তলিয়ে-
      পানি চাল  ছুঁই ছুঁই করে,
গরু,ছাগল,সব আটকে গেছে
      রাখিতে পারে না ঘরে।
      
নিরুপায় হইয়া বান বাসিরা-
     আশ্রায় নিচ্ছে ঘরের চালে,
কেউবা আবার বাঁচার তাগিদে
    কষ্টে ভেলায় জীবন চলে।


খাবার আনছে সাতার কেটে -
      ওই নৌকার দোকান থেকে,
কেউবা আবার ধান চাল রেখেছে,
      পরের ঘরের মাচে।


বান বাসিরা কত কষ্টে-
      জীবন করছে পার,
কষ্ট দেখে চোঁখের কোনার
      জল রাখিতে পারিনা আর।
    
পানির স্রোত এত যে প্রখর-
      পানি দক্ষিনে আসিতে পারে,
ভাঙ্গল কুলের অধিবাসীদের
      জীবনমান ঘোরতর অন্ধকারে।
  
ওদের জন্য সবাই দোয়া করবেন-
     দিবেন দানের হাত বাড়িয়ে,
আপনার দান যে থাকবে জমা
     আল্লাহ জা জা দিয়ে দিবেন।