বাঙালীর ভাষা
     এম,এ,সালাম
      ২২-০২-১৮
ওরে বাঙালাদেশী-
    হাফ বাঙালী ছেড়ে তোরা-
এবার ফুল বাঙালী হও,
    মায়ের ভাষার মূল্য বুঝে লও।


রক্তে কেনা মায়ের ভাষা-
    যারা চুরি করিতে চায়,
বুঝে আসে না সেই বাঙালী
     কিভাবে ভাষা রক্ষা করিতে চায়।


আটই ফাগুন ছেড়ে সবাই-
     একুশের ভাষার গান কর,
বাংলা ভাষা রক্ষার জন্য
     সবাই মিলে শপথ কর।


আমি একজন পূর্ণ বাঙালী-
     বাংলা আমার ভাষা,
বাংলা মায়ের যোগ্য সন্তান
      এটাই আমার আশা।


ভীনদেশীদের তাড়াও মিলে-
     যারা বাংলার বিরোধিতা করে,
সবাই মিলে হঠাও তাদের
     বাংলা মাকে আঁকড়ে ধরে।