বাংলা আমার অহংকার
       এম,এ,সালাম
       ২০-০২-২০


মাগো'জন্মেছি এই দেশে-
    বাঁচার ইচ্ছে জাগে,
হাজার হাজার বছর ধরে
    কোলে মাথা রেখে।


তোমার কোলে মাথা রেখে-
       যখন শুয়ে পড়ি,
বাংলা ভাষায় মধুর সুরে
      কত যে গান করি।


হাটি-হাটি পা-পা  করে-
   তোমার হাত ধরে,
সব খানেতে তোমায় মাগো
    কত শ্রদ্ধা ভক্তি করে।


আধ-আধ মুখের বুলি-
     কেমনে করি শুরু,
মায়ই আমার কথা বলার
     প্রথম শিক্ষা গুরু।


মা'ই সবাকে কথা শিখায়-
    তার মুখের ভাষায়,
নেচে গেয়ে হেসে খেলেই
     মনের তৃপ্তি মেটায়।


বাংলা বাঙালীর মাতৃভাষা-
    বাংলা সবার প্রান,
মায়ের ভাষায় কথা না বললে
     ভরে না এ মন।


বাংলার আকাশ বাংলার বাতাস-
    বাংলার খাল-নদী-জল,
মনের আশা পুড়িয়ে দেবে
    ওই ভাষার কলতান।