বারংবার
এম,এ,সালাম
২৭-০৩-১৮


হররোজ বাতায়নের পাশে উঁকি দেয় সুখ পাখীটা-
আবেগ ভরা ভালবাসার গান গেয়ে যায়,
এ মন বার বার কেন তোর কথা বলে বুঝিনা
কেড়ে নেয় মনটা মিথ্যা আশ্বাসের ফলে।


দীর্ঘ দিনের লালিত সীমাহীন স্বপ্নেরা-
লাগামহীন ভাবে ডানা মেলে উড়ছে,
বারংবার কেন স্মৃতি জাগানিয়া?
মনের রুদ্ধ কুঠিরে আচার  কাটে।


নানাবিধ ইচ্ছেরা দোল খায় স্মৃতির পাতায়-
মনোকাশে ছড়িয়ে পড়ে অযাচিত বাসনা রাশি,
এক পশলা প্রেমের পরশ ভুলিয়ে দিবে বলে
আবেগের ফাদ পেতে ঠাট্টায় ছলে।


জীবনের ঝড়াপাতা কুড়িয়ে গড় অট্টালিকা-
মনোকাশে গড়ে উঠে মেঘ বালিকা,
নিজেকে জাগ্রত রেখ চেতনার ভেরাজালে
জেগে উঠে ইচ্ছেরা নানা ছলে বলে।


বিলাসী ইচ্ছেরা গলে যায় বরফের মত-
জমাট বাঁধিবে না ফ্রিজে রাখিলেও শত,
ক্ষত মন ভাল হবে,আশা করা যায় না
কাঙ্ক্ষিত আশা গুলি চাপা থাকে মনের শুধু আয়নায়।