ব্যর্থ সমাজ (২৮৯০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৬-২০২৫
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
লেখা পড়ার নাম গন্ধ নেই
সে হুজুগ শুনে চলে,
বই পড়ে না মাথা ঘামায়
শিক্ষার অভাব বলে।

গাড়ী ঘোড়ায় ঘুরে বেড়ায়
জনপ্রিয় নেতা হতে,
দুর্নীতিবাজ বিনোদন প্রিয়
ঘুরছে হররোজ পথে।

মুর্খ হলেও ভাগ্যবান নেতা
টাকাকড়ি আছে বেশি,
হদ্দ বোকা ভাব দেখায় সে
শক্তি সমার্থ তার পেশী।

সচেতন সমাজের অচেতন
নেতা,সে অপ্রিয় মানুষ,
সকল পঁচেছে ব্যর্থ সমাজ
কাজকর্মে সবাই বেহুশ।

না বুঝলেও সে গুণীজনদের
হামকি দামকিতে সারে,
ভাব দেখায় যেন সবই জানে
সে ড্রাইভিং করে মরে।