ব্যর্থতার গীত
এম,এ,সালাম
২১-১১-২০


খুব সকালে বসি বাগানে
  মনে কত কথা জাগে,
দক্ষিন হতে ঝিরিঝিরি বায়ু
প্রবেশ করে মনোবাগে।


মনের দূয়ারে করাঘাত করে
বারে বারে দেয় নাড়া,
প্রেমের বিশাল বার্তা  নিয়ে
কোন মতে দেয় সাড়া।


ভাবের সাগরে হাবুডুবু  খাই
লিখি কবিতার বানী,
সঙ্গী  ছাড়া কানন যে শূন্য
মন কেমন করে জানি।


ভেবেছিলাম আজ মালা গাঁথিব
করিব প্রেমের গল্প,
ভাগাভাগি  করে ফুল কুড়িয়ে
স্মৃতি চারণ করিব অল্প।


আসবে বলে আসলে না কেন?
হায়! প্রশ্ন জাগে মনে,
অনেক দিনের পুরাণো গল্প
কেমনে বলবো তোমার সনে।


আশায় আশায় বেলা বয়ে যায়
ব্যর্থতা মাথায় নিয়ে,
দীর্ঘ দিনের আবেগী মনকে  
বুঝাবো পণ্ড শ্রম দিয়ে।