বাসরের সুখ অন্যতম
        এম,এ,সালাম
            ১৫-০৭-১৮


আবেগী দুটি মন-
        ক্লান্ত দুটি দেহ,
              মনোগাঙ্গে জোয়ার
                      প্রানে জাগে ঢেউ।


ভরা জ্যোৎস্না রাতে-
      মধু পূর্নিমার চাঁদ,
           বিলিয়ে দিলাম তোকে
                গায়ে প্রেম মেখে।


রাতে হাস্নেহেনার গন্ধ-
      মনে কত আনন্দ,
             সংসয় কেটে গেল
                   মধুর মিলন হল।


চোখের কোণে স্বপ্ন ভাসে-
        তোকে কাছ পাব বলে,
                  দেহের মাঝে সুখ
                    হব মিলনে বেহুশ।


চতুর্দিকে খুশীর আলো-
     রাতে স্বামী পাশে রেখে,
          দু'জনেরই মধুর বাসর
                 সারা জীবন থাকে।