ব্যথার পাহাড়
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৩-০৫-২০২২
➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿
দিনের শেষে রাত্রী এসে কিছু কথা যায় বলে
মনের ঘরে কেমন করে ব্যথার তুফান চলে।
ওখানে তুমি এখানে আমি মাঝে কঠিন বেরা
ডাকছে পাখি ঝরছে আঁখি তাপিত মন হারা।
রাস্তা ভুলে কোথা চলে কত সুখের স্বপন রাশি
ফুল কুঁড়ি সব ব্যথায় নীরব ঝড়ছে মনে আঁখি।
চাঁদনী রাতে এ-দুটি হাতে রেখেছিলে দুটি হাত
অধর ছুঁয়ে পড়েছে চুঁয়ে শিশির ভেজা রাত।
কোকিল ডাকে কদম শাখে রাতের বুক চিরে
চাঁদ সলিলে স্নান করে কেউ-বা আসছে ফিরে।
উপছে পরা মন খুশীতে বাঁধে নিজেদের মত ঘর
কোথায় সাথী,সুখের রাতি আপন করেছে পর।
ওই মরুর বুকে বিজয়ের হাসি সবুজ ঘাসের দল
নীল আকাশে তাঁরা  হাসে ঝরে না একটু জল।
হৃদয়ে আজ প্রবেশে বাজ ভীষণ প্রেমের কুঁড়ি
কোথায় যাব ফিরে কী পাব হৃদয় হয়েছে চুরি?
মনের ঘরে বিরাজ করে বেদনা বিদুর বিষদাঁত
ফুটায় হুল ব্যাথায় অতুল কাঁদছি দিবস রাত।
কিছু চাই না,নেই যে বায়না,কেবল ভুলতে চাই
মন মানে না ভুলা যায় না হৃদয়ে ধরেছে ছাই।
সুখ তোমার,দুঃখ আমার সাথে থাকো চিরদিন
সকাল-সাঁঝে মরমে বাজে ব্যথিত বাঁশের বীণ।