বেদের জীবন যাযাবরের মত-
     নেইকো স্থায়ী বাড়ীঘর,
যেখানেই যায় সেখানেই তাদের
     দেখি সবই আপন পর।


স্থায়ীভাবে নিবাস গড়ে না-
     বাস ওদের নৌকায় জলে,                                                 জোয়ার ভাটায় ছোটে ওরা
     নৌকার বহড়ে তারা চলে ।
                                                  খুঁজে লয় মনোরম পরিবেশ-
     দৃশ্যমান খাল, নদীর তীরে,
ব্যবসা উপযোগী স্থান পাইলে
     বহরের সব নৌকা ভীরে।


সকাল বিকাল গাঁয়ের ছেলেরা-
    দেখতে করে তীরে ভীর,
বেদের যাযাবরময় জীবন যেন
     কষ্টময় ধারালো তীর।
                                                                                                                                                কোমর টানি, মাজা টানি হাকে-
     দাতের পোকা ফালাই,                                     বেদের হাকা- হাকির মাঝেই
      ওদের তৃপ্তির বালাই।


গাঁয়ের সহজ-সরল নারীদের-
  জীবনপাতের ধোকা দিয়ে,
কৌশলে বোকা বানাইয়া
   চাল,ডাল মুরগী নেয় হাতিয়ে।


আজও সেই বেদেদের দেখি-
     মোরা নৌকায় নয় স্থলে,    
পলিথিনের বাসা বানাইয়া
     থাকে ওরা তার তলে।