বেঁচে আছি কোনো মতে
         এম, এ, সালাম
             ০৭-০৭-২০


আমি কি এক প্রতিষোধক জীব
   বেঁচে আছি খারাপ আবহাওয়ায়,
সারা দেহ  কুড়ে কুড়ে খাচ্ছে,
মানুষরূপি কৃত্রিম শকুনের দল।


দেখো,এখানের নোংরা পরিবেশে
     নিরহী প্রানীরা শান্তশিষ্ঠ নেই,
সভ্য সমাজ দূষিত করে ফেলছে,
   মানুষের মন দূর্বিসহ করে তুলছে।


বাস করতে চাই নির্জন পরিবেশে
    চারিপাশে কীট কিলবিল করছে,
কখন যে আমার মাথে চেপে বসে
     ক্ষুধার্ত ব্যাঘ্রের মত হুংকারে।


কেহ আবার  মাথায় চাপিয়ে দেয়
কলুর বলদের মত ভারী বোঝাটি,
বোঝাটি সরানের চেষ্টা চালিয়ে যাচ্ছি
  ব্যার্থতায় পর্যাবেশিত হই  কিনা।


মহাসুখে বাস করার লাগি স্বপ্ন দেখি
     সেই স্বপ্ন মানুষ রুপি ঝড় এসে ,
ঘূর্ণীঝড়ের তাণ্ডবে উড়ি নিয়ে যায়
      স্বপ্ন ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে।


আমার চর্তুরপার্শ্বে নোংরা কীটেরা
   গিরেই কিলবিল কিলবিল করছে,
   ফাঁকে ডুকে যাবে কোন সরুপথে,
    ভাইরাসের জীবানু খুবই মারাত্মক।
                                                        
মুক্তির নেশায় মত্ত থাকলেও
    নিস্তর পাব কিনা আক্রমন  হতে,    
ওই দেখেছো এগিয়ে আসছে কীট
  হে প্রভু  শক্তি  দাও,মুক্তি দাও।