বেদনার সুর বাজে
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০১-২২ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ওহে অবুঝ অভিমানী শুভ্র মেঘ
নীলের ছোঁয়ায় ঝড়ে পড়ো,
অসীম সুনীল সাগরের  প্রান্তরে
বিরহের বেদনায় ভাঙ্গে কূল।


কোন অপরিণতি প্রেম প্রীতিতে
শ্বেত চাঁদটি ঝড়ে পড়ে,
উত্তরীয় পবনে হিম হিম শীতে
বিরহ বেদনার  করুন সুর।


পিঠে উৎসবে প্রণয় অভিসারে
ন্যাংটা পল্লবে আঁকে আল্পনা,
কোকিলের কুহুতান স্তিমিত প্রায়
শিশির ঝড়া কান্নার সুর।


উত্তরের হিমেল হাওয়া পাগলা
ঘোড়ার মত দৌড়ে দোল খায়,
বিহঙ্গেরা শাখে মনানন্দে নাচে
গায় শীত মুক্তির আনন্দ গান।


মায়াবী বেদনায় নিথর পাষাণে
গাঁয়ের মেয়ে নির্জনে প্রিয়াকে,
পাওয়ার দীক্ষা নেয়ার ব্যস্ততা
মর্তলোকে বহে স্বর্গের সুবাতাস।