দেশটারে ভাই ভরে গেছে-
     বেকারের পাহাড়ে,
বেকারের ব্যথা কেমন করে
   বুঝাব ওই নেতারে।


যে দিকে চাই সেই দিগেতে-
     দেখি সারি সারি,
বেকারের মনে কষ্টের ব্যথা
     চুবিয়ে পড়েছে দাঁড়ি।


বেকার বলে উদ্বাহ করে না-
     সংসার করবে কিভাবে?
নিকট বন্ধু অভয়ের বাণি বলে
     চল স্রষ্টা রাখে যে ভাবে।


বধু বলে ওগো প্রাণের স্বামী-
   তুমি বেকার বলে,
ঈদের দিনে চাকুরিজীবির মত
   ঘরে সেমাই, ফেরণি নাহি চলে।


সন্তান বলে বেকার বাবারে-
   বাবা বাজারে মজা নাই,
মন চায় আমার রোজ রোজ
   তানিয়ার মত মজা খাই।


মায় বলে কোলে পিঠে করে-
     কষ্টে বড় করেছি তোরে,
যার বদৌলতে পাঠিয়ে দিলি
     বৃদ্ধাশ্রমের কারাগারে।


চাকুরিজীবিরা কত মহাশান্তিতে-
    সুখে দিনাতিপাত করে,
বেকার যারা তাদের দিনয়াতি
    ব্যথার পাহাড়ে গেছে ভরে।