বিবেক আজ বদ্ধ খাঁচায় আটকে গেছে-
বিবেককে বিলাতে না পারলে সবই মিছে।
বিবেক আজ হেলমেট পরিহিত জড়া মানুষ-
অপাত্রে বিলালে জ্ঞান, নেই তোর হুশ।
মেধা উন্নায়ন দেখে যদি করে অট্টহাসি-
রাশি রাশি মেধাবি কেন হবে বাশি?
মেধা খাঁটাও তুম জীবন বাচার তরে
নইলে পড়িবে তুমি ঘোরতর অন্ধকারে।
দু'য়ে দু'য়ে চার হয়, পাচ হবে যদি-
মেধাহীনের ম্যারপ্যাচে পড় তুম যদি।