বিবেকই সর্বোচ্চ আদালত
      এম,এ,সালাম
       ২১-০৬-২১
™™™™™™™™™™™™™™™™
শাস্তি কিংবা জেল জরিমানায়
করবে কি আর ভাই ?
মানুষের কাছে বড় আদালত
নিজের বিবেক টাই।


মানুষ পশুর কাজে লিপ্ত যখন
জ্ঞান হারিয়ে অস্থির,
কর্মের অনুশোচনায় বুকটা তার
ভেঙ্গে হচ্ছে চৌচির।  


কর্মের আত্মোগ্লানি ও লজ্জাবোধ
উদ্বেগ করছে যাকে ,
শাসন,শোষণ বা শাস্তি দেওয়ার
প্রয়োজন কি তাকে?


নিজ হস্ত হৃদের দ্বারা জঘণ্য কাজ
অতীতে করেছে যত ,
তার অনুশোচনায় ও দগ্ধতায়
হচ্ছে সে ক্ষতবিক্ষত।


নিজ বিবেকের কঠিন আদালতে
শাস্তি পায় যে ভাই,  
ইহার চেয়ে আর বড় আদালত
এই পৃথিবীতে  নাই।