বর্ষ তুমি বিদায় নিছো-
    মোদের হতে আজ,
তোর ছোঁয়া আর পাবে না
    এই ধরারই মাঝ।


আঠের ছিলে উনিশ হলে-
    বিজয় হল দেশে,
বিজয় মাসে নতুন বিজয়
    হল ডিসেম্বর মাসে।


হৃদয় থেকে বিদায় দিলাম-
    সুখে থেকো তুমি,
নতুর বছর আসবে কাল
    বরণ করব আমি।


শীতের মাঝে বিদায়ের ঘন্টা-
    শীতের মাঝে আগমন,
রসের পিঠে কাঁচি খোচায়
    করব তোকে বরণ।


নাতিন বলে দাদুর কাছে-
   আসছে নতুন জানুয়ারি,
রসের শিরনী না খাওয়ালে
    চলবে দাদির সাথে আড়ি।