থরে থরে কেঁপে উঠে মনমাঝে সেই মৃত্যুর-
হায়নার আগুন ঝড়া বৃষ্টি বর্ষন,
নির্মম থাবায় নারীর দেহমন
কুড়ে কুড়ে শকুনের দল করেছিল ভক্ষন।
তবুও বিজয়-


মুক্তির আকুতি নিয়ে চোঁখে ছিল রক্তঝড়া-
হায়নার দল উল্লাসে ফেটে পরে,
সুন্দরী নারীদের ভোগের নেশায়
মেতেছিল এমনি যে ব্যঘ্রকে হার মানায়।
তবুও বিজয়-


বাঙালি স্থির হয়ে দাড়িয়েছিল শিকর গেরে-
যৌবনের নোংড়া অথই সাগরে ডুবে মরে,
দিনের প্রজ্জলিত আলোয় রাক্ষুসে শকুনেরা
যৌবনকে বিশ্রী করে বুকে মুখে ছোবলমেরে,
লজ্জায় মাথানত মা-বোনের অশ্রুজলে।
তবুও বিজয়-


দূর্বল রমনীর দেহের মুক্তি নয় ভোগে ব্যস্ততা-
আজও সেই কম্পনে নিদ্রাহীন রাত কাটে রমনীর,
দু'চোখে অনাবরত ঝড়তে থাকে বহমান জলধারা
হার মেনেছে মনে হয় আষাঢ়ের বৃষ্টি।
তবুও বিজয়-


কল্পনার নীল আকাশে উদীয়মান উষর আলো-
অশনি সংকেত বারে বারে উকি দেয়,
কুড়ে খাওয়া মা-বোনের ধর্ষনের ফল
মনের ব্যথা উপছে পড়ে পাহাড় সম
দেহখানি পড়ে আছে নশ্বর শ্বশ্নানে।
তবুও বিজয়।