বিজয় কেমনে ভুলি
   এম এ সালাম
    ১৬-১২-১৯


মা-বোনের রক্তের ফল-
    পিতার আত্মত্যাগ,
ভাই হারানোর বেদনা
    মা তুমি আর কেঁদনা
খোকা আসবে বিজয় নিয়ে
    উল্লাস করবো কাল।


বীরদর্পে পতাকা লও হাতে-
    ছুটে চলো স্লোগানে,
আকাশ বাতাস মুখরিত কর
    জয়,বাংলাদেশ স্বাধীন
নই তো পাকিস্তানের অধিন
    আমরা এখন স্বাধীন।


দেখেছি ইজ্জতের খেলা-
    ফুর্তিতে কেটেছে বেলা,
ওরা সেদিন নেশায় মেতেছিল
সুন্দরীদের ভোগের নেশায়
    ওরা হায়নার মত
থাবা মেরে খেয়েছিল ইজ্জত।


সেদিন দেখেছি নদীতে, কুপে-
    জঙ্গলে এখানে সেখানে
ভাসছে লাশ আর লাশ
এই ত্যাগের ফসল আজ ঘরে
এই বিজয় ভুলিব কেমন করে।