দুটি অনুকাব্য- বিজয়


    বিজয়  -১


রক্ত দিয়ে কিনেছি বিজয়-
   কেহর দয়ায় নয়,
বাংলার মানুষ এক থাকিলে
    বিজয়ের হবে না ক্ষয়।


     বিজয় -২


লাল সবুজের পতাকা হাতে-
   বিজয়ের মিছিল দিচ্ছি,
মা বোনের ইজ্জতের বিনিময়ে
   বিজয় কিনে নিচ্ছি।