বিকেলের মেঘলা রোদে
        এম,এ,সালাম
         ১৭-০৬-১৮


বৃষ্টির শেষে রঙ ধনুটা পূর্বাকাশে-
     সাত রঙ ছড়িয়ে দিচ্ছে,
মেঘের ফাকে অঁজিঞ্চু উকি দিয়ে
      বিকেলের ধরনীটা দেখছে।


মাঝে মাঝে কাল মেঘের বেলায়-
     সূর্যটা গিলে গিলে খাচ্ছে,
ছড়িয়ে দেয়া রঙ ম্লান হবার উপক্রম
তবুও বিকেলের দৃশ্যটা কত সুন্দর।


দীর্ঘক্ষন তাকিয়ে থাকি  মেঘলা রোদে-
লাল রশ্মির মাঝে নিজেকে হারাই,
হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল
মেঘমালা ভারী হয়ে বৃষ্টি আর বৃষ্টি।


বিলের পানিতে সাদা বক মাছ শিকারে ব্যস্ত-
মাছরাঙা তাকিয়ে আছে চুনাপুঁটি শিকারে,
বাওন বাদশা ডাকছে  বিরহের সুরে
দুরের প্রিয়জনকে কাছে পাবার আশে।