বিক্রি হচ্ছে করোনা
     এম,এ,সালাম
      ১৫-০৫-২০


করোনার ভাইরাস আজি কেনা বেচা হচ্ছে
গার্মেন্টস, শপিং মলে কিনছে  দেদারছে।
বেঁচে থাকলে ঈদের মার্কেট করা যেত বহু,
শপিং ব্যাগে নিয়ে আসলেন করোনারই রুহু।
বাবা-মা, ভাই-বোন, যারা ঈদের মার্কেটে যাচ্ছেন
চিন্তা করে দেখেন তারা কি লাভ তাতে পাচ্ছেন।
এক দিনের আনন্দের জন্য কিনে আনলেন করোনা
আমার কথা নয়,রে ভাবী, বিশেষজ্ঞদের ধারণা।
আপনাদের তো ছেলে সন্তান মা বাপ আছে ঘরে,
তাদের জন্য করোনার জীবানু আনলেন ব্যাগ ভরে।
বেঁচে থাকলে এমন ঈদ  বহু করা যেত
সাজ সজ্জা বেয়াই বেয়াইন ফুর্তি করা যেত।
ভাবী, একটু খানি সুখের লাগিয়া করলেন  সর্বনাস
আজ আদরের ছেলে-সন্তান করলেন বিনাশ।
আপনারা ঘরে থাকুন,অপরকে থাকতে বলুন
করোনায় স্বাস্থ্যবিধি সবাই মেনে চলুন।
লকডাউন শিথিল হচ্ছে, শহরের লোক গাঁয়ে
ভাগ্যটা আজ ডানে না গিয়ে যাচ্ছ বুঝিবায়ে।
সরকারের শিথিলতায় করোনা বাড়তে পারে
এ জন্য জবাবদিহিতা বর্তমান সরকারের।