বিলাসীতার পতন(১৯৬৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-১১-২০২২
====================
বিলাসীতায় গা ভাসাইয়া
মত্ত রঙের খেলায়,
এই বেলাতে ভাল থাকলেও
কষ্ট যে শেষ বেলায়।


মানুষ বেহিসাবি বিলাসীতা
নয়তো রে ভাই ভালো,
আয় বুঝিয়া ব্যয় করিয়া
তুমি হিসেব মত চলো।


টাকা থাকলে কুকুরের ছানা
খাঁচায় কত জাতের পাখি?
ছেলে বউয়ের কত যে আবদার
পুশিয়ে মিটিয়ে রাখি।


বাড়ি গাড়ি আর সুন্দরী নারীর
কথা কি আর বলবো ভাই?
যদি নারীর পালায় পরে যায় কেহ
তাহার সভ্রমে রক্ষা নাই।


বিলাসীতায় গা ভাসাইয়া যাহারা
লোভের মেনু ঠিক রাখে,
তাহাদের অবস্থান শেষ বেলাতে
ওই নদী ভাঙ্গনের বাঁকে।