বিবেকবানের আকুতি
      এম,এ,সালাম
       ২৮-০৩-১৮


ওগো তুমি নাকি বিবেকবান-
    কি চাও আমার কাছে?
আমাকে তুমি প্রচার কর
    নচেৎ তোমার জীবন মিছে।


আমি যদি শূন্যে হস্তে  -
    একঘরে হয়ে বসে থাকি,
তবে তো আমায় ব্যতিত
     অজ্ঞানীদের জানার থাকে বাকি।


বিবেকবান তুমি বিলিয়ে দাও-
     তোর গুদামজাত মধু,
তোমায় বিনে বিবেকহীনরা
     আহাজারি করে শুধু শুধু।


ধনবান আর বিবেকবান যে-
    এককথা যে নয়,
বিবেকবানেরা ধনবানের কাছে
    হয় যে পরাজয়।


স্বার্থ লোপাট হতে পাড়ে না -
    বিবেকবানদের দ্বারা,
অর্থ শুধু নাসারন্দ্রের কাছে
     হায় রে করে ঘোরাফেরা।