বিন আলয়ের সন্তান
     এম এ সালাম
      ১৬-০৪-২০


পানি কাটিলে ভাগ হয় না
    রক্ত কাটিলেও তাই,
রক্তের বন্ধন অটুট থাকুক
    উদরের বোন ভাই।


সহোদর যে একই মায়ের
    রক্ত মাংসে বাধা,
অপর নীরের সন্তান এসে
    সংসারে লাগায় কাদা।


অর্ধাঙ্গিনীর কথা শুনতে গেলে
   ভাইয়ে-ভাইয়ে হয় ছিন্ন,
গুনিজন এসে মধ্যস্ততা করে
    হতে হবে তাদের ভিন্ন।


কাহার রক্ত কে ভাগ করে?
    ভেবে দেখার আছে,
বুদ্ধিদাতায় বুদ্ধি দেয় গো
     গোপনে পিছনে পিছে।


বুদ্ধি দাতার বুদ্ধি সংগ্রহে
    বুদ্ধি লাগাও কাহার পিছে,
ভাইয়ের জন্য কুমির আনিলে
    রক্তের বন্ধন সবই মিছে।