বিনে সূতার বাধঁন ছিঁড়ে (সনেট)
   এম এ সালাম
    ২৩-০১-২০


এ অজপাড়া গাঁয়ের শিক্ষা নিকেতনে-
হাটি হাটি পা-পা করে আসে কতজনে,
মৌমাছির মত মধু খেতে স্বাদ জাগে
উড়ে যাবে ডানা মেলে অন্য কোন বাগে।
নজ্ঞান মৌমাছি জ্ঞানীর পথেই হাটে
রথেই চড়িয়া যাবে যদি ভাগ্যে ঘটে,
মধু খাবে যেই বাগে ইচ্ছে মত লয়
কলঙ্কের কালি যেন লাগে নারে গায়।


কখনো কি আসিবে ফিরে এই কাননে-
চলে যাও বাধা নেই শুধু প্রয়োজনে,
মধু খেয়ে গুন গাও শালের মধুর
যেতে কোন বাধা নেই চীনেও সূদুর।
গুরুদের গুরু ভাব গাবে এ মিনতি
দোয়া করি গড় সবে আশার বসতি।


২০২০ ইং সালের দাখিল পরীক্ষার্থীর বিদায় বাসরে এই কাব্য