বিপদ
এম,এ,সালাম
২৫-০৫-১৮


চতুর্দিকে কিলবিল করছে-
    কেউটে সাপ গুলি,
বিপদের মধ্যে কেউ যে আবার
     দেয় স্বার্থের মহাবুলি।


ঘর দহনের মাঝে কেউ যে-
    আবার দেয় মিষ্টি আলু,
আলমিরা খুলে গহনাগাটি নেয়
    পাশের বাড়ির খালু।


কেউ বা দেয় আত্ম চিৎকার-
    কেউ বা বিপদে কাঁদে,
কেউ বা আবার এ সুযোগে
     আনন্দে অট্টহাসি হাসে।


চিরশত্রুরা  নকে-নক ঘষে-
     কত হিতৈষীজন কাঁদে,
কেহ আবার টিটকারী করিয়া
    বলে শালায় পড়ছে এবার ফাদে।


কেউ বা বলে মেঘ দেখে ভাই-
        করিস না তুই ভয়,
পুর্ব দিকে রবির  আলো
       ও ভাই ওই যে দেখা যায়।


কেহ শুনায় আশার বাণী-
     কেহ দেয় পাঠিয়ে ঘানি,
বন্ধুর বিপদে বন্ধু আসিবে
     এই টুকু আমি জানি।