বিপ্রবাসনে
এম এ সালাম
২৬-১১-১৯


প্রবাজনে মানবতা
বদন লুকিয়ে কাঁদে,
সভ্যতা আজ বিলাস বাসন
মানবতা আজ ফাঁদে।


দ্বীপান্তরে নৈতিকতা-
সেথায় শব্দকোষে  আছে,
যুগের সাথে তাল মিলিয়ে
আনন লুকিয়ে পাছে।


দ্বীপচালানে সততা আজ-
কুজন চালায় সবই,
সত্য যেজন, কোথায় সে জন
সততারই রবি।


নির্বাসনে পড়াশুনা-
গোল্ডেন ফল হাতে,
পৃচ্ছা ফাঁসে মাতোয়ারা
পুরো সমাজ মাতে।


বিপ্রবাসনে আসল সবি-
সংমিশ্রনেরই ভীরে,
মিশালে প্রাণ ওষ্ঠাগত
সঠিক কে চাই ফিরে।


কালাপানিতে হুশ যে সবার-
উড়ছি সবে, ফানুস
কোথায় আছে, ইচ্ছের ভবে?
সত্যিকারের মানুষ।