ঝড়,তুফন, যুদ্ধ, সংঘাত উপেক্ষা করে-
ছুটছি অজানা কোন পথের উদ্দেশ্য,
হয়তঃ বাধা আসবে, মৃত্যু নিশ্চিত
তবুও ভালবাসা অমর, চির সতত।


একটু ঝড়ে,রোদ্রে নেতিয়ে পড়লে-
নাজুকতা বিরাজ করছে বুঝে নিতে হবে,
চৌকিদারকে স্যার বলে সম্মেধন করলে
ওসি সাহেবকে কি বলে সম্মেধন করবে।


ভালবাসা মন দিয়ে প্রান দিয়েই-
কেহর আবেগের বশিভুত হয়ে নয়,
সাধ জেগেছে মাগুর মাছের ফ্রেরাই খাব,
টাকি মাছের ঝোল দিয়ে, বোকা বুঝবেন না।


গরীবের মনে ভালবাসা,প্রেম জাগলে-
সর্বোচ্চ্য শাস্তি দিলে মন কিন্তু ঠিকই থাকবে,
দেহ ধুকে ধুকে মরে যেতে পারে
প্রেম ভালবাসা স্ববস্থানেই বিরাজ করে।


সত্যিকার প্রেমিক যারা জেলের ভয়ে-
ছিটকে পড়ে না ভালবাসার বন্ধন হতে,
জীবন দিয়ে হলেও নির্যাসের সাধ নিবে
কাপুরুষের মত বেঁচে থাকা নিরার্থক।