বিরহী বসন্ত(১৯৩৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)          
১৯-১০-২০২২
******************
কোকিল ডাকে কুহু কুহু সুরে
মন-প্রাণ কাঁদে,স্মৃতি কাঁদায়,
কখন হবে তোমার দর্শন ওরে
বধু নেই কাছে আজ বহুদূরে।


কাননে নেই রঙিন ফুলের মেলা
মনের বাগান  আজ শূন্য মোর,
তুমি বিহনে হৃদয়ে দেয়  দোলা
বিরহের জ্বালায় রুদ্ধ প্রেম দোর।


দখিনা সমীরণে রঙিন ফুল দোলে
বসন্তের পবন ব্যঙ্গ করি ছলে,
গোলাপের গন্ধে সুবাসিত প্রকৃতি
সতত কুহুতান প্রিয়ার কথা বলে।


শুধু নিবেদন এসো প্রিয়া ত্বরা করি
কষ্টের দোলচক্রে এই অবুঝ মন,
তুমি বিহনে রঙিন বসন্ত নেই হৃদে
আসিবে কখন অভিসারের ক্ষণ।


পূজিবো ভালোবাসা তোমার ত্বরে
দেখা হলে শক্ত করিব প্রেম ডোর,
আনন্দে বিলিয়ে দিব তোমার স্বাদ
শূন্যে বসন্তে আসিবে নতুন ভোর।