বিরহের দহনে জ্বলছি (১৯৫৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-১১-২০২২
=========================
প্রেম ভালোবাসা করলে আমার সাথে
আর অন্যের সাথে বাঁধলে ঘর,
ওগো প্রিয়া কি দোষে, দোষি বানাইয়া
আমায়  করলে তুমি পর।


সেদিন শপথ করেছিলাম তুমি আমি  
একে অন্যের হয়ে থাকবো,
ভালোবাসার জাল বুনিয়ে গাছ তলে
একসাথে রঙিন ঘর বাঁধবো।


আমার মন প্রাণ সব উজাড় করে
তোমায় বেসেছিলাম ভালো,
বুঝতে পারি নি তোমার পাষান মন
এতো যে ছিলো কালো।


আমায় অভিনয়ের ছলে প্রেমানলে
তুমি দেখিয়াছো কত স্বপন?
আমি বিরহের অনলে পুড়ে ছাড়খার
এখন দহনের কষ্টে মরণ।


ভাগ্যে যাহা লিখা ছিল তা হয়ে গেছে
এখন যা ভাগ্যের পরিহাস,
আমার অবুঝ মন তিলে তিলে দগ্ধ
করে প্রেমের স্বর্গে বাস।