কাব্যের জন্য বিলিয়ে দিয়েছি-
   হৃদয় নিংড়ানো ভালবাসা,
তাই তো আমি খুজে পেয়েছি
   ধরার মাঝে সুরের ভাষা।


যতই লিখি মিটে না কখনো -
    মনের মাঝের অপূর্ণতা,
তাইতো আমি সপে দিয়েছি
    জীবন যৌবন ভালবাসা।


সময়, অর্থ বিসর্জন করেছি-
   রাখিনি কিছু আগলে ধরে,
তবুও আমি কাব্যের কথা
   পাতায় রেখেছি জমা করে।


কাব্যের মাঝেই মান অভিমান-
   কাব্যেই পাই সুখের ভীত,
তাইতো আমি আত্মতৃপ্তিতে
    ভুলে গিয়েছি সব অতীত।


মরে গেলেও প্রজন্মের কাছে-
    রেখে যেতে চাই কবিতা,
তাইতো আমি বিসর্জন করেছি
    শ্রম,সাধনার ফসল সবই তা।