বিষখালী নদী
এম,এ,সালাম
০১-০৩-২০২১
------------------------------
আমার বাড়ির একটু দূরে
আছে বিষখালী নদী,
সেই নদীতে জেলের নৌকা
সতত চলে নিরবধি।


মাঝি ভাইরা পাল তুলিয়ে
নৌকা যাচ্ছে বেয়ে,
ভাটিয়ালির গান যে গাচ্ছে
ইলিশ মাছ  খেয়ে।


ওই বিষখালী নদীতে  ভাই
মনটা নিলো কেড়ে,
বাড়ি আসতে মন'টা চায় না
ইলিশ মাছ  ছেড়ে।


কতো সুন্দর ঢেউয়ের তালে
জেলের নৌকা চলে,
মাঝির গায়ে দখিনা  বাতাস
বসন্তের সুর  বলে।


জেলের কথা শুনে ভাইরে
আনন্দ পাই মনে,
অপরাহ্নের শেষ লগনে
তাকাই নদীর পানে।


নদীর পাড়ে সেলফি তুলে
প্রেমিক যুগল কত?
পাশাপাশি বসে আবার
গল্পে মত্ত শত।