বিশ্বাস কেন হারিয়ে যায়
          এম,এ,সালাম
           ১৭-০২-১৭
  
     মানুষ কেন ভুলে যায় সব কিছু-
          স্মৃতি থেকে হারিয়ে যায় যাহা কিছু,
     মনের কোনে আটকে না সব কিছু
          বিশ্বাস নেই বলে তাহা কিছু।


   আপন ভেবেই কথা হয় যার সাথে-
           সে কেন দূরে রাখে তার থেকে,
  বেদনার রাশি গুলো জড়ো হয়ে এক সাথে
          দোলা দেয় মনো মাঝে সিক্ত হয়ে।


স্মৃতির পাতায়ের কালিগুলো সাদা বলে-
      জমাট স্মৃতিটুকু অল্পতেই মুছে যাবে,  স্মৃতিতে মোছা দাও বারে বারে
    স্মৃতিতে যাহা আছে অটো এসে যাবে।


     বিশ্বাস নেই বলে ভালবাসা আনমনা-
            সবই 'ত' ছিল আগে জানা শুনা,
     কেন যেন মুছে যায় ভালকথা
          স্মৃতিতে নেই কি যথাতথা।


     কথা বলেছিলাম বিশ্বাস করে-
          সে কথা কেন আজ যায় ফেসে,
    স্মৃতির পাতায় হয়েছে কি ঝড়ো হাওয়া
          স্মৃতি  থেকে মুছে গেছে বলা কথা।


    মানুষ জানেনা নেমকের গুনরাশি-
          তবে কি গোপন কথা যাবে ভাসি,
    মুখে সুর বাঁজে ওই মন কানে
           গোপন কথা যেন কেহ নাহি শুনে।