বিশ্বাসে বস্তু মেলে (১৯৬২)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৭-১১-২০২২
--------------------------------------
হাত পাতো না কর্ম করে ভাল কিছু দেখাও
নিজের স্বাবলম্বীতে তুমি অন্যকে শেখাও।


তুমি পরিশ্রম করে ফসল তুলে ঘরে ভরবে
সেদিন তুমি নিজের প্রতি বিশ্বাসতা গড়বে।


চঞ্চল মনের আবেগে হঠাৎ কান্না আসবে,
অন্যের অল্প খুশিতেও তুমি নিজেই হাসবে।


অন্যকে দান করে দানের উদাহরণ দেখাও
দান করা কাকে বলে পারলে তুমি শেখাও।


নিজের মন থেকে যখন কাউকে ভালোবাসো
ভালোবাসার ছোঁয়া পেলে প্রফুল্ল মনে হাসো।


বার বার চেষ্টা করলে একদিন কৃতকার্য হবে
আত্মবিশ্বাসে কাজ করলে সফলতা পাবে।