বিশ্বাসের বেড়াজালে
       এম, এ, সালাম
           ১০-০৩-২০


উপলব্ধি করেছি কে কে ভালবাসে-
        আমার বিপদ আপদ কালে,
কে কে আমায় রেখে গিয়েছে?
যমদুতের কাছে একা ফেলে।


ভাল যদি বেসেই থাক,কোন আদরে?
বুঝ হারাইয়েছি  অবুঝের কাছে,
  অনুভুতিতে ভালবেসেই যাবে যদি,
পিছনের কথা যাকনা ধুয়ে মুছে।


সুবেদী করেছি, প্রকাশ করেনি-
    সুজন ভুল ধরিবার তরে,
নায়কের ভুমিকায় খল নায়ক কেন?
   অযথা শুধু শুধু সময় নষ্ট করে।


বিভাবিত করেছি খেলার মাঠে-
       যারা পক্ষ নিয়ে খেলা করে,
দর্শক শুধু অপেক্ষায় থাকে,
    পুরুষ্কার  নিবে প্রতিযোগীরায় কেড়ে।


সংবেদনশীল মন মায়ের আদলে-
        কেহই ভালবাসেনা কেহ কারে,
মায়ের চেয়ে ভালবাসার লোক,
   জগতের মাঝে নাহি আছে ওরে।


সম্বিধান করেছি প্রকৃত বন্ধু-
     আসলেই বিপদকালে চিনা যায়,
সে,জন হতে পারে না মহাবন্ধু
  যে সমুদ্রের মাঝে রেখে চলে যায়।
          
সংবৃত্তি করেছি জগতের মাঝে-
       যাহা করিয়াছি সবই ভুল,
এই ভুলেরই মাশুল দিতে,
  পাব না জীবনে অকুলের ই কুল।


বিভাবিত করেছি এই শ্বাস-প্রশ্বাসের-
       বন্ধুর নাহি আছে কোন বিশ্বাস,
আমায় একাকী ফেলে চলে যাবে
     কেমন করে তারে করি বিশ্বাস।।