ফাগুন মাসে বৃষ্টির বালায়-
    আবার পাইছে সবাইকে,
পতেংজ্ঞা ক্ষেতে পানি সেচতে গিয়ে
    ভুতে ধরছে ন্যাবাইকে।


কোথাও কোন বাতাস নেই-
      শুধু বৃষ্টি আর বৃষ্টি,
হঠাৎ করে হয়ে গেল ভাই
      গোলা বাতাসের সৃষ্টি।


সেই বাতাসে ঘোরতে আছে-
     ন্যাবাই বুঝছে ধরছে ভুতে,
হুম হুমিয়ে বাতাস বইছে
     ন্যাবাইরে ধরছে ফাগুনের শীতে।


বাতাস চলে গাছে গাছে-
       চলে কোলায় কোলায়,
হঠাৎ করে দায়রা ঘরটি
     উড়িয়ে নিয়ে যায় জোলায়।


অতিবৃষ্টিতে জন জীবন-
      ক্ষেতের মুগ খেসারি শেষ,
বাঁশ ঝাঁড়ের বেতের ঝুঁপড়া
     বাতাসে পাকিয়ে করছে বেশ।


বৃষ্টিতে তরমুজ চাষী কাঁদে মাঠে-
    কাঁদে ঘর অগোছালো ভাবী,
চাকুরীজীবিরা বলাবলি  করতেছে
    কেমনে বৃষ্টিতে কর্মস্থলে যাবি।


মবুত্তার মায় বলতে আছে-
    এ যে বৃষ্টি নয়,তো বালা,
এই বৃষ্টিতে মনটা আমার
    হায়! পুড়িয়া হইছে কালা।