বিভেদের অন্তরালে
    এম,এ,সালাম
     ০৮-০৪-২১


বসুন্ধরা বড় ভেজাল লাগে
নিরালায় বসে ভাবি,
একটু খানিক ভাল থাকাই
ইনসানের আজি দাবি।


কাহারো ভালো কেহ চায় না
সবাই নিজের ভাল চায়,
অপরের দুঃখে দুঃখি হয় না
সবাই নিজের স্বার্থ চায়।


নারীর শক্তি সদা করে বিভক্তি
ওই রক্তের সম্পর্ক ছিন্ন,
ভাইয়ে ভাইয়ে নারীর মোহে
সুখের সংসার হয় ভিন্ন।


বিষয় সম্পত্তি বাধায় বিপত্তি
খুন খারাপিতে মত্ত,
মিমাংসার জন্য ধাবিত হয় না
ছাড়ে না একরত্তি সত্ত্ব।


এই সংসারে দুঃখীর দুঃখিতে
গলে না কাহারো মন,
স্বার্থের টানে নিজেকে মানে
নেশায়  ছুটে প্রতিজন।