বিয়ের বায়না
    এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
     ২০-১২-২১
℅℅℅℅℅℅℅℅℅℅℅℅℅℅℅℅℅℅℅℅℅
কনের দাবী-
    আমার বিয়ে কেমনে হবে
          নগদ টাকা নাই,
   দামী দামী সোনার জিনিস
           দাবি যে একটাই ।


  ছেলের পিতা-
ছেলের পিতায় বায়না ধরে
      মোটা সোনার হার,
   প্রচুর টাকায় মালিক তারা
      শিক্ষিত ছেলে তার।


ছেলের মা-
   ছেলের মা চায় কমলপাট্টির
         ঝুমকো কানের দুল,
    আমার ছেলে চাকরিওয়ালা
        তাই হয়নি চাওয়া ভুল ।


ভাইয়ের দাবি -
      টিভি দিবেন ,ফ্রিজ দিবেন
      দিবেন সীকুনের আলমারি,
      আপনার মেয়ে সুখে থাকবে
      আপনার চিন্তা কেন ভারী।


ছেলের দাবী-
     ছেলের দাবি খুব বেশি নয়
         পালচার বাইক চায়,
     লোকাল বাসে অফিস গেলে
         মান নাকি তার যায়।
বোনের দাবী-
         ননদ বলে দোড় দিতে হবে
            দামী বেনারসি  শাড়ি ,
        পাত্র পক্ষের দাবি মানতে
             বেচতে হবে বাড়ি ।
কনের ইচ্ছে-
         বায়নার বিয়ে চাইনা বাবা
              চাইনা এমন স্বামীর ঘর,
        কেমনে তুমি বাড়ি বেঁচে কিনো            
             মেয়ের সুখের জন্য বর।
কনে-
     চাইনা এমন চাকরিজীবি
         চাইনা সুখের রেশ,
    শ্রমজীবী  জামাই  খুজো
         সেটাই হবে বেশ ।


   চাকরিওয়ালার সুহৃদ নেই
       সু-মানুষ বলে কাকে?
পরের দুঃখ বুঝবে কি আর
      ওই  নগদ টাকা থেকে।


   বাবা তুমি কেঁদোনা আর
      ঝরাও না  চোখে জল,
তুমি সম্বলের কাছে বিয়ে দিয়ে
        হারাইও না সম্বল।