বিয়ের বউ(১৯৭১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-১১-২০২২
===================
অনেক লিখেছো জারিসারি গান
নাটক,কবিতা,গল্প যত,
ধরায় মায়ের মত আপন কেহ নেই
সংসারে আদরের বউ যত।


ওই মায়ের মত ঘরের বউয়েরা
সংসার ধর্ম করে না মোটে,
সংসারে করে যুলুম জ্বালাতন,
তারা কথা বলে লম্বা ঠোঁটে।


দুধের মাছিরা অতি সংগোপনে
ফুলে খাঁটি মধু যায় খেয়ে,
নরদের মনে আনন্দ উল্লাস যত
নারীদের ভালোবাসা পেয়ে।


সংসারে মা মেয়ে বোন ছাড়া কি?
কেহ পেয়েছে সুখের নাগাল,
কলুর বলদের মত খেটে মরে যায়
কেহ মেরে তুলে পিঠের ছাল।


মোদের বরতান্ত্রিক সমাজ ব্যবস্থায়
নারীরা ছিঁকল বিহীন বন্ধি,
নারীর স্বাধীনতায় বাধাবিঘ্ন যত
এটা পুরুষদেরই দূরভীসন্ধি।


স্বামীকে আদর ভক্তি  শ্রদ্ধা  করেও
হতাশায় ভুগছে এই নারী,
কলুর বলদের মত খাটলেও নারী
ওই পুরুষেরাই দেয় তাড়ি।


সেই বিয়ে থেকে শেষ জীবন পর্যন্ত
নারী ছাড়া চলতে পারেনি কেউ,
মায়ের পরে ভালো ঘর কন্নায় লোক
উপযুক্ত শুধু বিবাহিত বউ।


বিদ্রঃ- লিখায় ভুল হলে পরামর্শ দিবেন