বৈশাখের কালোমেঘ
          এম এ সালাম
                 ০৭-০৪-১৯


নীল আকাশটা  মেঘে ঢাকা-
    কালো বৈশাখীর মেঘে,
ঈশান কোন হতে কখন জানি
    ঘুর্ণীঝড় আসে বৃষ্টি বেগে।


চৈত্তিরের মাটি মনের কষ্টে-
    বুক ফেটে কান্না করে,
কখন যে শীলা বৃষ্টিতে সব
     জান মালের ক্ষতি করে।


দীর্ঘদিন চাষীরা প্রতীক্ষায় ছিল-
     মেঘের করুণ কান্নার লাগি,
মেঘ দেখিয়া তরমুজ চাষীর
      মনে আশার সঞ্চার জাগি।


বসন্ত কালে নীল আকাশটা-
      যদি কালো মেঘে থাকে ঢাকা,
তাকেই বলিব কালো বৈশাখী
      ঝড়ের মাঝে নামিব না একা।


বরি চাষীরা প্রতিক্ষায় ছিল-
    বৈশাখের বৃষ্টি আসবে কখন,
ইরি আউশের নতুন বীজ,
      চাষীরা কখন করব রোপন।


তরমুজ চাষীরভাগ্য খুলবে-
     আকাশে কালমেঘ দেখে,
মাঝে মাঝে হাল্কা পাতলা বৃষ্টি
    যদি আসে রাতের শেষে।


জীবনে কখনো দেখি নি যে-
  এত্ত কালো বৈশাখীর কালমেঘ,
যেমনি গরম তেমনি শীত
       মনের কোনে নেই ভাবাবেগ।


বিজলি চমকায় উত্তর আকাশে-
ঘুর্নি ঝড়ের আশংখা আছে,
ঘর কন্যার কাজে পড়ছে এবার
সব এলাকার মানুষের পিছে।