বখাটের দল
    এম এ সালাম
         ৩১-১০-১৯


ক্লাস রেখে ঘুরে বেড়ায়-
    ফালতু যত ছেলে,
সুযোগ পেলে আড্ডা দেয়
     লেখা পড়া ফেলে।


চাপে পড়ে ক্লাসে আসে-
    ফাকে ক্লাস পালায়,
মনের ভিতরের শয়তানটা
    পড়ার টেবিলে জ্বালায়।


ক্লাসে ওরা পড়া পারে না-
    লজ্জা শরম খায়,
অংক করতে না পারলে
    ওরা কান ধরে দাড়ায়।


নানা অযুহাত খাড়া করে-
     কাজ ছিল বাড়িতে,
ফোন করে জানায় মায়ে
      জরিমানা না করিতে।


বিকাল হলে আড্ডা দেয়-
   কোথায় মেয়ে আছে?
বখাটে ছেলেদের পাল্লায় পড়ে
   ঘুরে মেয়েদের পিছে।


গোপনে গোপনে মোবাইল করে-
     ওরা লেখা পড়া ছেড়ে,
পিতা মাতায় রাজি না হলে
      পালানোর পথ ধরে।