বন্ধন ছিন্ন যে কারণে
    এক,এ,সালাম
     ১৭-১০-২০


পঁচিশ  বছর মিলে মিশে
    কাটছি একই গাঁয়ে,
আমি ছাড়া বুঝিনি মোল্লা
    তাহার ডানে বায়ে।


একটু ঠেকিলে হাত পাতে
    আমার কাছে এসে,
বিশ্বাস  করে টাকা দিতাম
     অনেক ভাল বেসে।


এমনি ভাবে চলতে থাকে
    দিনের পরে দিন,
এমন সম্পর্ক  গড়ে উঠে
     যাহা কল্পনা বিহীন।


সে নানা রকম পরামর্শে
     দেখে কর্মের মুখ,
দুঃখ তাকে স্পর্শ  করে না
     ছুঁয়ে  যায় যে সুখ।


কষ্ট যখন কেটে গেছে
    সুঃখ আসছে দ্বারে,
এখন দেখছি সেই মোল্লা
    চিনে না  আমারে ।


সামান্যতম সার্থের জন্য
     আমায় করে ছিন্ন,
সেই মানুষটির পথ ও মত
     এখন শুধু ই ভিন্ন।