বন্ধু বিনে রই কেমনে?
   এম এ সালাম
     ০২-০১-১৯


বন্ধু বিনে এই বাসরে-
   আমার জীবন মিছে,
একা ফেলে যেজন চলে
   ভোজন বন্ধু কি সে?


বিপদকালে কাছের বন্ধু-
    থাকে দূরে দূরে,
স্বার্থ পেলে আসে চলে
    আশে পাশে ঘুরে।


বন্ধু বিনে থাকি কেমনে-
   কার সাথে কথা বলি,
সুযোগ নিয়ে সেই বন্ধু
     আমায় ফেলে চলি।


বন্ধুর কথা মনে পরলে-
     ভাল লাগে না কিছু,
শূন্য শূন্য লাগে সবই
     আমার নাইরে কিছু।