বন্ধুর মনের খোঁজে
  এম,এ,সালাম
   ৩০-০৩-২১
---------------------------------------------
আজ এই পৃথিবীতে এত মানুষ,লোকে লোকারণ্য
এত মানুষের জমজমাট আসর এত  ছুটাছুটি,
সবই চোখের সামনে দোলনার দোলার মত
শুধু এখানে নেই তোমার কোন স্ব- উপস্থিতি।
এত ব্যস্ততার মাঝে হানাহানি,রোগ ব্যধির খেলা
কোটি কোটি মানুষের হাহাকার অহরহ  চলছে,
তার মাঝেও তোমার পদচিহ্নের কোন ছাপ নেই
আজ কোথাও নিরাপত্তার  লেশমাত্র দেখছি না।
মেঘাচ্ছন্ন খরতাপে পাখির চিৎকার চলছে অবিচল
বুকের ভিতরে ডুকরে ডুকরে  জমে উঠা ব্যথার মত,
তোমার যৌবনা ভরা নদীর  মরা খাল আজ শুকনো
কখন যে মরা নদীর দু-তীর উপছে পড়ে একাকার হবে।
আজও ভোরের শিশির কনা দু,পাদুকা ভিজিয়ে  দিচ্ছে
নব কিশোরীর মত নুপুর পরা,আলতা রাঙা পায়ে,
হৃদয়ে ভরাকুঞ্জে প্রজাপতির আনাগোনা
সীমাহীন ফাঁকা
এই বুকের মাঝারে একই পরিণতি গোধূলীর রঙ রেশ।
নীল আকাশের নিচে তোমাকে খুঁজে খুঁজে
হারিয়ে যাচ্ছি
কোথাও তুমি নেই, আবার কোথাও সবুজের সাথে মিশে আছ অতি  সংগোপন  ছদ্মবেশ।
তুমি কি আজ চলে গেছো চোখের অন্তরালে?
আর চোখের আড়ালে চলে গেলেই কি মনে কর
এটাই শেষ পরিণতির চুরান্ত কালো ছায়ার
চুড়ান্ত গমন?
তোমার কাছেই আটকে আছে আমার বন্ধুত্ব মন।