বন্ধুর রূপ
এম,এ,সালাম
  ১৩-০৯-২১
=============
ভাল জেনে বাসলাম ভাল
    সাথী করার তরে,
পরে দেখি সেই বন্ধু মোর
   ভালবাসে যারে তারে।
ওরে সকালে সাক্ষাত মিললে
      বন্ধু ভালবাসি খুব,
বিকাল বেলায় দেখি বন্ধুর
      তোমার  বহু  রূপ।
বন্ধু ছয়ে,রে নয় বানাও
   আবার ন,য়েরে ছয়,
কথায় সাথে কাজের মিল
   নেই এ কেমন বিষয়।
আমারে দেখিয়ে যাও তুমি
   কত মিথ্যে স্বপন,
আবার চুপে চুপে গোপনেতে
    কাকে কর যে আপন।