বর্জনেই অর্জন
এম,এ,সালাম
   ১৬-০৯-২১
============
ভাল কিছু অর্জন করতে
কিছু বর্জন করতে হয়,
সাহসীর হুংকারে থাকে
বহু শক্তির পরিচয়।


হুংকারে তার পদস্থ জন
পালায় যে যার মত,
হেথায় সেথায় খুঁজলে তারে
পাইবে না যে শত।


যে লোকটা খুব সাদামাটা
রাগ করে না ভুলে,
তার শাস্তি কি বড় হয় রে
বিচার করলে শুলে।


যে মানুষটা মহা বিপদ দেখে
করে ঘুমের ভান,
বোকার স্বর্গে বাস করে সে
সে হইবে অপমান।


প্রতিবাদ আর বিদ্রোহের পথ
নিত্যদিনের চেনা,
ভাল আগুনে না পোড়ালে
খাঁটি হয় না সোনা।


প্রতিঘাত সয়েছে যারা
কঠিন রক্ত যুদ্ধ পথে,
আজ জগতে তাঁরাই স্মরণীয়
সকল ধর্মে, জাতে।


মরার পরেও ঘরে ঘরে
থাকে তাদের নাম,
চীন, রাশিয়া আর জাপান
বাংলা কি আসাম।


এসো আমরা মিলেমিশে
ছাড়ি কুটিল পথ,
সমাজটাকে বদলে দেব,
করি এই শপথ।


শক্তির গর্জন করবো অর্জন,
দুর্বল পাবে ভয়,
কিছু অর্জন করতে হলে
বর্জন করতে হয়।