বড় সাধ জাগে
      এম, এ, সালাম
                 ০১.০৬.১৯


বিহঙ্গ হয়ে আকাশে উড়ার -
         লিপ্সা জেগেছে বুঝি,
আগে ভাগে পালকটা ভাই,
         লওনা তুমি খুজি।


উড়তে গিয়ে কুন্তর অভাবে-
         এষণা যাবে ঘুরে,
পাখনা নেই যে তোমার  সাথে,
     কেমনে যাবো উড়ে।


এমনি অভিলাষ  করার চেয়ে-
       না করাই ছিল ভাল,
উড়তে গিয়ে হোচট খেয়ে,
         উমেদ ঘুরে গেল।


তুমি ভাবিয়া করিও কাজ-
        করিয়া ভাবিও না,
নিয়ম ভুলে উড়াল দিয়ে,
         সব কিছু হারিও না।


ইস্পৃহা থাকলেই সব কিছু ভাই-
        জানিলেও করা যায় না,
সাপের মন্ত্র-তন্ত্র না জানিয়াই
       গর্তে হাত দেয়া যায় না।


মনস্থ করলে সব কিছু ভাই-
        করতে পারবে কি তুমি?
ক্রিয়ার পুর্বে বাসনার ভিত্তি,
        খুজিয়া নিবে তুমি।